Sri Sri Shitla Mata Snan Yatra 2019

 শ্রী শ্রী শীতলা মাতার স্নান যাত্রা 2019 I Monday, February 18, 2019 II জয় মা শীতলা।I


শ্রী শীতলা মাতার স্নান যাত্রা সালকিয়া শতাব্দীপ্রাচীন উ૮সব। মাঘ মাসের মাঘি পূর্ণিমার দিবস হয় শ্রী শ্রী শীতলা মাতার স্নান যাত্রা।স্নান যাত্রার দিবসে সব শীতলা মাতাদের মন্দির থেকে পালকি সাজাইয়া গঙ্গার ঘাটে নিয়ে যাত্তয়া হয়। দুপুরে শীতলা মাতাদের সুসজ্জ পালকি করে আনা হয়। আগে মাত্র ৭টি শীতলা মাতা আসতেন, আর এখন সংখ্যা ৬০ পার করে যায় ।



নিয়ম আছে যে সব মায়েদের পর “বড় মা” আসবেন। সারা রাত শীতলা মাতার পুজ হয়। দন্ডি কেটে মানসিক পুর্ণ করেন বহু মানুষ। এই স্নানযাত্রাকে কেন্দ্র করে অগণিত ভক্তের সমাগম ঘটে। মা'কে দর্শন করেন। তার পরের দিন “সোলো আনা পুজো” হয়।সোলো আনা পুজো দিয়ে প্রসাদ খেয়ে উপবাস ভাঙেন।
Sri Sri Shitla Mata Snan Yatra 2019 Sri Sri Shitla Mata Snan Yatra 2019 Reviewed by Speak In on January 24, 2019 Rating: 5

1 comment:

  1. kis time par badi sitala maa mandir se nikele gi

    ReplyDelete

Powered by Blogger.